ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সোনার দাম আবারও কমলো

কালের সমাজ | অর্থ-বাণিজ্য ডেস্ক মে ৩, ২০২৫, ০৮:২২ পিএম সোনার দাম আবারও কমলো

দেশের স্বর্ণবাজারে আবারও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (৩ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। নতুন দাম রোববার (৪ মে) থেকে কার্যকর হবে।


বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সামগ্রিক বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। যদিও ঠিক কত টাকা কমানো হয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।


এর আগে গত মাসেই আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশে একাধিকবার সোনার দাম বাড়ানো হয়েছিল।


বাজুসের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন দর অনুযায়ী দেশের বাজারে সব ধরনের স্বর্ণালঙ্কার এবং পিওর গোল্ডের মূল্য তালিকা বাজুসের ওয়েবসাইট ও সদস্যদের মাধ্যমে জানা যাবে।


বিস্তারিত আসছে....


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner