বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রীয় সফরে শনিবার (৩ মে) কাতার গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সফরকালে জেনারেল জামান কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে মতবিনিময় করবেন।
সফর শেষে তিনি আগামী ৫ মে দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।
এর আগে, চলতি বছরের ৬ এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়া সফর করেন সেনাপ্রধান।
বিশ্লেষকরা মনে করছেন, কাতার সফরটি সামরিক কূটনীতি ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্ব বহন করে। উল্লেখযোগ্যভাবে, সেনাপ্রধানের সফরের কদিন আগেই কাতারে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, যা রাজনৈতিক ও অর্থনৈতিক স্তরে সম্পর্কের আরেকটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
কালের সমাজ//এ.সং//র.ন
আপনার মতামত লিখুন :