জাতীয় ঐকমত্য কমিশন কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়, বরং একটি সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরিই এর মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
শনিবার (৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, "কমিশন কারও প্রতিপক্ষ নয়। আমাদের উদ্দেশ্য কাউকে চাপে রাখা নয়, বরং সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য রূপরেখা দাঁড় করানো।"
তিনি জানান, মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ অবস্থান থেকে নমনীয়তা দেখাতে হবে। তার ভাষায়, "সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও, রাষ্ট্রগঠনের মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব।"
ঐকমত্য কমিশনের নির্দিষ্ট কোনো নির্বাহী ক্ষমতা নেই বলেও উল্লেখ করেন তিনি। বরং বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শের মাধ্যমে একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠাই তাদের মূল দায়িত্ব।
কালের সমাজ//এ.সং//র.ন
আপনার মতামত লিখুন :