ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল

কালের সমাজ | জ্যেষ্ঠ প্রতিবেদক মে ৩, ২০২৫, ১০:৫১ এএম সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহাসমাবেশ। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবি নিয়ে শনিবার (৩ মে) সকাল থেকে এই সমাবেশে যোগ দিচ্ছেন দেশজুড়ে থেকে আসা নেতা-কর্মীরা।


সমাবেশে সভাপতিত্ব করছেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তার সঙ্গে সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা ও দেশের খ্যাতিমান ওলামায়ে কেরাম বক্তব্য রাখছেন। আয়োজকরা জানিয়েছেন, মহাসমাবেশ দুপুর ১টা পর্যন্ত চলবে।


সকাল থেকেই শাহবাগ, যাত্রাবাড়ী, নীলক্ষেত, ফার্মগেট, মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসতে দেখা গেছে। পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহীসহ দূর-দূরান্তের জেলা ও উপজেলাগুলো থেকেও বাস ও ট্রাকে করে দলে দলে যোগ দিচ্ছেন অংশগ্রহণকারীরা।


সমাবেশ ঘিরে দোয়েল চত্বর, টিএসসি, রমনা, শাহবাগসহ আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে, যার ফলে ওইসব এলাকায় যান চলাচলে কিছুটা ভোগান্তিও দেখা দেয়।

হেফাজতের চার দফা দাবি
১. নারী বিষয়ক সংস্কার কমিশন ও তার প্রতিবেদন বাতিল করতে হবে।
২. সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করতে হবে।
৩. হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং ২০১৩ সালের শাপলা চত্বরসহ সব ‘গণহত্যার’ বিচার নিশ্চিত করতে হবে।
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের ওপর চলমান নিপীড়ন ও ‘গণহত্যা’ বন্ধে বাংলাদেশ সরকারকে কার্যকর কূটনৈতিক ভূমিকা রাখতে হবে।


আয়োজকেরা দল-মত-নির্বিশেষে সব মুসলমান ও পেশাজীবীদের সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner