ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস অনুষ্ঠিত

কালের সমাজ | এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি মে ৪, ২০২৫, ০৬:২২ পিএম সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস অনুষ্ঠিত

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে। “সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব” প্রতিপাদ্যের আলোকে শনিবার (০৩ মে) সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে দিবসটি পালন করেন সাতক্ষীরার সাংবাদিকরা।


এদিন বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের দ্বিতীয় তলায় হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।


এতে সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি বাংলাদেশ বেতারের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী।


সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের অর্থ-সম্পাদক শেখ মাসুদ হোসেন, নির্বাহী সদস্য গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, নির্বাহী সদস্য আমিরুজ্জামান বাবু, মুহা: জিল্লুর রহমান, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এসকে কামরুল হাসান, দপ্তর সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, সিনিয়র সাংবাদিক এবিএম মুস্তাফিজুর রহমান, ডেইলি অবজারভারের এম জিল্লু রহমান, দৈনিক যুগের বার্তার বার্তা সম্পাদক খন্দকার আনিছুর রহমান, চিপ রিপোর্টার আমিনুর রশিদ, খোলা কাগজের ইব্রাহিম খলিল, দৈনিক নওয়াপাড়ার হাফিজুর রহমান, প্রতিদিনের সংবাদের আব্দুল আলিম, নিরোপেক্ষর শহিদুল ইসলাম, আমার বার্তার মীর আবু বকর, সাংবাদিক ডিএম কামরুল ইসলাম, সূপ্রভাতের মাহফিজুল ইসলাম আক্কাজ, দৈনিক সবুজ নিশান এর মোস্তফা আলী প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশপ্রেম না থাকলে সাংবাদিকতায় আসা উচিৎ না। আমরা দেখেছি ৩৬ জুলাইয়ের পরে অনেক সাংবাদিক গুপ্তচরবৃত্তি করে বহি:বিশ্বের কাছে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে লক্ষ রেখে সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা আনতে হবে।


বক্তারা আরো বলেন, ‘নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য সাতক্ষীরা প্রেসক্লাব বদ্ধ পরিকর। তবে অপ-সাংবাদিকতা করে সাংবাদিকদের পাশে পাওয়ার আশা করা যাবে না। অপ-সাংবাদিকতা রুখতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে নবীন সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।


এছাড়া যেসকল সাংবাদিক জেলখানায় আছেন তাদের মুক্তিসহ সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় জোর দাবি জানানো হয়।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর