ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ইবিতে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

কালের সমাজ | সুবংকর রায়, ইবি প্রতিনিধি মে ১১, ২০২৫, ১১:৫৮ এএম ইবিতে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অংশ হিসেবে ধর্মতত্ত্ব অনুষদের আওতাধীন স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।


রবিবার (১১ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবন ও অনুষদ ভবনে একযোগে এ পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় দুপুর ১২টায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ডি ইউনিটে মোট ২,২৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।


পরীক্ষা চলাকালীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।


সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পুলিশের পাশাপাশি র‍্যাব, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।


পরীক্ষার্থীদের সহযোগিতায় মাঠে রয়েছে বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনের উদ্যোগে অভিভাবকদের জন্য বসার স্থান, বিশুদ্ধ পানির বোতল বিতরণ ও জরুরি মেডিকেল সেবার ব্যবস্থাও করা হয়েছে।


কালের সমাজ//এসং//র.ন

Side banner