ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১৪ জুলাই) সকাল ১১টা উপজেলা পরিষদ পাবলিক হল রুমে ‘‘ন্যায়সঙ্গত ও আশাব্যঞ্জক এক বিশ্বে তরুণদের নিজেদের কাঙ্ক্ষিত পরিবার গঠনের ক্ষমতায়ন করা’ প্রতিপাদ্যে বিষয় নিয়ে আলোচনা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেসমিন দিলরুবা বিথীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফিয়া আমীন পাপ্পা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।
এসময় বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিছ, গৌরীপুর উপজেলা শাখার জামায়েত ইসলামী আমীর মাওলানা বদরুজ্জান, সেক্রেটারি আবু ইউসুফ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল নাসের, ডা. এম. কে খান, গৌরীপুর ইউপির পরিবার কল্যাণ সহকারী ফরিদা ইয়াসমিন লিপিসহ রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক জহিরুল হুদা লিটন।
 
কালের সমাজ/ সাএ

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :