ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দিল মালয়েশিয়া সরকার

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৬, ২০২৫, ০৯:৫৬ এএম বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দিল মালয়েশিয়া সরকার

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। এই সিদ্ধান্তের ফলে সে দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা এখন প্রয়োজন অনুযায়ী সহজেই দেশে আসা-যাওয়া করতে পারবেন।


মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছে।


দূতাবাস জানায়, দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার ফলেই মালয়েশিয়া সরকার এই সুবিধা চালু করেছে। নতুন এই নিয়ম অনুযায়ী মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীরা পারিবারিক বা জরুরি প্রয়োজনে দেশে ফিরে আবার কর্মস্থলে যোগ দিতে পারবেন। এতে তাদের কাজের ধারাবাহিকতাও বজায় থাকবে।


এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরসমূহে আনুষ্ঠানিকভাবে একটি নির্দেশনাও পাঠানো হয়েছে।


বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বহুদিন ধরেই মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার দাবি জানানো হচ্ছিল। সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়েছে বলে দূতাবাস জানিয়েছে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!