দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৯৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার বিকেলে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৭৯১ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে।
দেশজুড়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ নাগরিকদের সতর্ক থাকতে এবং বাসাবাড়িতে মশার প্রজননস্থল ধ্বংসে জোর দিয়েছে।
কালের সমাজ/ সাএ
আপনার মতামত লিখুন :