ফরিদপুরের সদরপুরে যাত্রী সেজে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যাওয়ার সমেয় শফিকুল হাওলাদার(২০) নামে একজন পুলিশের হাতে আটক হয়েছে।
মঙ্গলবার রাত ১০ টায় উপজেলার কৃষ্ণুপুর ইউনিয়নের শৌলডুবী গমের রাস্তা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ইজিবাইক ছিনতাইকারী সদস্য শফিকুল ইসলাম (২০) একই উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের মফিজউদ্দিন হাজীর কান্দি গ্রামের বাচ্চু হাওলাদারের পুত্র। ঘটনার সাথে জড়িত সাইদুল ঢালী ও রকি নামের আরও দুইজন পালিয়ে গেছে বলে জানা গেছে।
ইজিবাইক চালক ফরিদপুর সদর উপজেলার গেরদা গ্রামের খিদির বেপারির পুত্র দানেছ বেপারি জানান, একই দিন রাত সাড়ে ৯টায় ফরিদপুর সুপার মার্কেট থেকে ৭০০ টাকা ভাড়া চুক্তিতে সদরপুর আসার কথা বলে ইজিবাইকে উঠে এবং পথে বিভিন্ন উছিলায় কালক্ষেপণ করে রাত বেড়ে যায়। সদরপুর উপজেলার শৌলডুবি এলাকায় পৌছালে প্রস্রাব করার কথা বলে গাড়ি থামিয়ে আমার গলাচিপে ধরে মারধর করে পাশের নালায় ফেলে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়।
সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, খিদির বেপারির ইজিবাইক ছিনতাই হওয়ায় থানায় আসিয়া জানায়। পরে আমি সম্ভব্য সকল রাস্তায় আমার অফিসারসহ আমি বের হই। বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে রাত ১ টার দিকে বাইশরশি বিশ্বজাকের মন্জিলের পশ্চিম পাশের পাকা রাস্তা থেকে ১ জন আসামীসহ ইজিবাইক উদ্ধার করি। এই চক্রের বাকি দুইজন সদস্য পালিয়ে যায়। এ বিষয়ে খিদির বেপারির বাদী হয়ে একটি ছিনতাই মামলা দায়ের করেছে এবং আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
কালের সমাজ/ সাএ
আপনার মতামত লিখুন :