ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সলঙ্গায় নবজাতক চুরির মামলায় এক নারীর ১৪ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | অক্টোবর ২০, ২০২৫, ০৬:৫২ পিএম সলঙ্গায় নবজাতক চুরির মামলায় এক নারীর ১৪ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির মামলায় আলপনা খাতুন (২৭) নামে এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আলপনা খাতুন আদালতে উপস্থিত ছিলেন। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদোগাছি গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামি ছায়রন বেওয়া, মিনা খাতুন, মায়া খাতুন ও রবিউল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) মাসুদুর রহমান মাসুদ জানান, “শিশু চুরির ঘটনায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আলপনা খাতুনকে দোষী সাব্যস্ত করে আদালত ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেছেন।”

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের মাজেদ আলীর স্ত্রী সবিতা খাতুন সন্তান প্রসবজনিত ব্যথায় সিরাজগঞ্জ রোড গোলচক্কর এলাকার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। পরদিন ২৭ ফেব্রুয়ারি সকালে সিজারের মাধ্যমে তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন।

বিকেলে হাসপাতাল থেকেই নবজাতকটিকে চুরি করে নিয়ে যান আলপনা খাতুন। ঘটনাটি জানাজানি হলে পুলিশ শিশুটি উদ্ধারে অভিযান শুরু করে। ওই রাতেই কামারখন্দ উপজেলার আলোকদিয়া গ্রামের সোলাইমান হোসেনের বাড়ি থেকে নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির পিতা মাজেদ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ শুনানি শেষে আজ আদালত আলপনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৪ বছরের কারাদণ্ডের রায় দেন।

 

কালের সমাজ/ সাএ

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!