ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

আজ শুভ দীপাবলি ও শ্যামাপূজা

ধর্ম ডেস্ক | অক্টোবর ২০, ২০২৫, ০৯:৪৯ এএম আজ শুভ দীপাবলি ও শ্যামাপূজা

আজ হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত এ উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন উৎসবের আমেজ, আলোকসজ্জা ও আনন্দ-উচ্ছ্বাসে ভরে উঠেছে মন্দির ও পূজামণ্ডপগুলো।

দীপাবলি, অর্থাৎ ‘আলোর উৎসব’, শুভ শক্তির বিজয় ও অশুভ শক্তির পরাজয়ের প্রতীক। এই দিনে অন্ধকার দূর করে সত্য, শুভ ও কল্যাণের আহ্বান জানানো হয়।

ধর্মশাস্ত্র মতে, দেবী দুর্গা অন্নদাত্রী ও উর্বরা শক্তির প্রতীক, আর দেবী কালী ধ্বংস ও পুনর্জাগরণের শক্তির প্রতিচ্ছবি। বলা হয়, কালী দেবী দুর্গার ললাট থেকে উদ্ভূত—যিনি ক্রোধ ও শক্তির রূপে অশুভ শক্তি দমন করেন। শাস্ত্রে দেবী কালীর ১১টি রূপের বর্ণনা পাওয়া যায়, প্রতিটি রূপের রয়েছে আলাদা মাহাত্ম্য।

পূজা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে মন্দিরগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে, নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিমা প্রতিষ্ঠা করে গৃহে ও মণ্ডপে পূজার আয়োজন চলছে। অনেক অঞ্চলে শ্মশানে অনুষ্ঠিত হচ্ছে শ্মশানকালী পূজা, যা কালীপূজার ঐতিহ্যবাহী অংশ হিসেবে বিবেচিত।

রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, রমনা কালীমন্দির, মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির ও বরদেশ্বরী কালীমাতা মন্দিরে পূজার বিশেষ আয়োজন করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Side banner
Link copied!