ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

জেলা প্রতিনিধি,সাতক্ষীরা | অক্টোবর ১৫, ২০২৫, ০২:২৩ পিএম সাতক্ষীরায় বিশ্ব  হাত ধোয়া দিবস  উদযাপন

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে ।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে  ৯ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগীতায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম মোঃ তৈমুর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোহাম্মদ আমিনুল ইসলাম টুকু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন,  সাতক্ষীরা পুলিশ হাসপাতালের ইনচার্জ মো. পাভেল রাজ্জাক, সুশীলন সাতক্ষীরার পরিচালক মো. মনির হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সদর উপজেলা উপ-সহকারী  প্রকৌশলী মফিজুর রহমান, নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর সাতক্ষীরার প্রধান সহকারী  ইব্রাহিম হোসেন রিপন,ক্যাশিয়ার মোঃ  শাখাওয়াত হোসেনে,  অফিস সহকারী শেখ ওয়ালিদ হোসেন, , ডিআরআর ডেপুটি ডাইরেক্টর আনজির হোসেন প্রমুখ। উদ্বোধন শেষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্যচিত্র, পোস্টার ও হ্যান্ডস-অন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

কালের সমাজ/ এ. র./ সাএ

 

Side banner
Link copied!