ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

নরসিংদীতে বেতন বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ

সাইফুল ইসলাম, নরসিংদী | অক্টোবর ১৩, ২০২৫, ০৩:৫৩ পিএম নরসিংদীতে বেতন বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ

বেতন বোনাসের দাবিতে নরসিংদীর পলাশে কর্মবিরতীসহ বিক্ষোভ মিছিল করেছে দেশ বন্ধু পলিমার লিমিটেড কারখানার শ্রমিকরা। ১৩ অক্টোবর রোজ সোমবার সকালে উপজেলার বালিয়া গ্রামে অবস্থিত কারখানটির মুল ফটকের সামনে শতশত শ্রমিক অবস্থান নিয়ে এই বিক্ষোভ মিছিল করে। এতে পুরো কারখানা জুড়ে উত্তেজনা বিরাজ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানাটিতে বর্তমানে সাড়ে ৫০০ শ্রমিক কর্মরত রয়েছে। গত কয়েক বছর ধরে মালিক পক্ষ ঠিকমত শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করছে না। একই সাথে গত ৩ বছরের ইনক্রিমেন্টের টাকাও পাওনা রয়েছে শ্রমিকরা। তাদের পাওনা টাকা চাইতে গিয়ে বিভিন্ন সময় কর্তৃপক্ষ থেকে হুমকী ও ভয়ভীতি মুখে পড়তে হচ্ছে তাদের। এ অবস্থায় কর্মবিরতীসহ বিক্ষোভ মিছিল করে শতশত শ্রমিকরা। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান তারা।


এদিকে এ বিষয়ে কারখানাটির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।
পলাশ থানার ওসি মো: মনির হোসেন জানান, সকালে দেশবন্ধু পলিমার কারখানাটিতে শ্রমিক আন্দোলনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া কর্তৃপক্ষের সাথে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে বেতন পরিশোধে শ্রমিকদের আশ্বাস দেওয়া হয়।

 

কালের সমাজ/ সাএ 

Side banner
Link copied!