ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

সদরপুরে মা ইলিশ ধরায় ৭ জেলের কারাদণ্ড

মো: রোকনুজ্জামান, সদরপুর, ফরিদপুর | অক্টোবর ১৪, ২০২৫, ০৬:০৭ পিএম সদরপুরে মা ইলিশ ধরায় ৭ জেলের কারাদণ্ড

ফরিদপুরের সদরপুর উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৭ জন জেলেকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে সারারাত অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন ও মৎস কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।

 

অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(২) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ৭ জন জেলেকে   ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং সকলের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. হযরত ফরাজী (২২), পিতা পিং ঠান্ডু ফরাজী, সাং নরুদ্দিন কান্দি, বন্দরখোলা, শিবচর;
২. মামুন হাওলাদার (৩০), পিতা পিং আলমগীর হাওলাদার, সাং জংগী কান্দা;
৩. মো. নর-ই-আলম (১৯), পিতা আ. রহিম শেখ;
৪. সালাম খান (২৭), পিতা হালিম খান;
৫. সাগর (২০), পিতা কালাম;
৬. মো. ফারুক (৩৮), পিতা সাহেদ আলী বেপারি;
৭. ঠান্ডু (৩৯), পিতা হারুন হাওলাদার।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, থানার পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে অংশগ্রহণ করেন। নিষিদ্ধ সময়ে মাছ ধরার জন্য ব্যবহৃত জাল ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়।

ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা অত্যন্ত দুঃখজনক। এতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

কালের সমাজ/ র.জা./সাএ

 

Side banner
Link copied!