ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ বিমান বাহিনীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ১২, ২০২৫, ০৬:১৭ পিএম বাংলাদেশ বিমান বাহিনীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্লাব (রাওয়া)-এ বাংলাদেশ বিমান বাহিনীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, এনডিইউ, পিএসসি, সাবেক বিমান বাহিনী প্রধান এবং সাবেক স্বরাষ্ট ও বাণিজ্যমন্ত্রী, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি’র সহ-সভাপতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল (অবঃ) ফখরুল আজম, এনডিসি, পিএসসি জিডি(পি), সাবেক বিমান বাহিনী প্রধান; এয়ার কমোডর (অবঃ) শাহে আলম, এনডিসি, পিএসসি, জিডি(পি), বাংলাদেশ বিমান বাহিনী; এবং বোরহান উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

সভাপতি হিসেবে অনুষ্ঠানে ছিলেন এম এ বাশার পাটোয়ারী, সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন এস এম সাফিউল্লাহ ও বিশিষ্ট শিল্পপতি,সাবেক সাধারণ সম্পাদক মো: ফরিদ আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রথম আজীবন সদস্য আলহাজ্ব মোঃ আবুল কালাম, ফাইন্যান্স এডভাইজার মোঃ দেলোয়ার হোসেন, ইসলামী ব্যাংকের অতিরিক্ত মহাপরিচালক ড. মোঃ কামাল উদ্দিন জসিম, দৈনিক কালের সমাজের  ব্যবস্থাপনা পরিচালক জিহাদুর রহমান জিহাদ এবং বিমান বাহিনীর অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্বগড়নে প্রধান অতিথি ও বিশেষ অতিথি শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি হিসেবে  সম্মাননা স্মারকসহ নগদ অর্থ প্রদান করেন ।

 

কালের সমাজ/এ.জে

Side banner

বিশেষ প্রতিবেদন বিভাগের আরো খবর

Link copied!