ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

নওগাঁয় পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসক কে জামায়াতের স্মারকলিপি প্রদান

জেলা প্রতিনিধি, নওগাঁ | অক্টোবর ১২, ২০২৫, ০২:৪৫ পিএম নওগাঁয় পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসক কে জামায়াতের স্মারকলিপি প্রদান

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে নওগাঁয় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


আজ রোববার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের কাছে এ স্মারকলিপি প্রদান করেন দলটির নেতৃবৃন্দ।

 

এ সময় নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব, জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাসিরুদ্দিন, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিমসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


জামায়াতের পাঁচ দফা দাবিগুলো হলো—১.আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের উপর গণভোট আয়োজন করা, ২.আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা,
৩.অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, 
৪.ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন-গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং 
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

 

উল্লেখ্য, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ কয়েকটি ‘ইসলামী‍‍` রাজনৈতিক দল গত বেশ কিছুদিন যাবত পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করেছে।

 

কালের সমাজ/এ.ম./ সাএ


 

Side banner
Link copied!