ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার | ডিসেম্বর ১, ২০২৫, ০৩:০০ পিএম সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যু

সেন্টমার্টিন দ্বীপ থেকে ফেরার পথে একটি স্পিডবোট দুর্ঘটনায় মা ও কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত স্পিডবোটটিতে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৭ জন যাত্রী ছিলো।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে শাহপরীরদ্বীপের ঘোলারচর এলাকায় উত্তাল ঢেউয়ে স্পিডবোট দুর্ঘটনা ঘটে।

স্পিডবোট চালক মোঃ আরিফ জানান, সেন্টমার্টিন থেকে টেকনাফের পথে শাহপরীরদ্বীপের ঘোলারচর এলাকায় উত্তাল সাগরের ঢেউয়ের কারণে বোটটি হঠাৎ উল্টে যায়। পরে অন্য একটি স্পিডবোট এসে দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে।

ঘটনা সম্পর্কে শাহপরীরদ্বীপের বোট মালিক সুলতান মাঝি জানান, সেন্টমার্টিন থেকে আসা একটি স্পিডবোট দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার শিকার স্পিডবোটে ৭ জন যাত্রী ছিল। পরে আশপাশের নৌযান ও স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নিহত মা ও শিশু দুইজনেই স্থানীয়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিফ আলভী জানান, স্পিডবোট দুর্ঘটনার শিকার এক নারী ও তার শিশুসন্তানসহ ৪ জন কে হাসপাতালে আনা হলে সেন্টমার্টিন পূর্বপাড়া এলাকার মরিয়ম খাতুন (৩৫) এবং মহিমা (৫) হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।

আহত আর দুইজন বর্তমান সুস্থ আছেন।নিহতরা প্রাথমিকভাবে অতিরিক্ত পানি ঢুকে শ্বাসরোধের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, আহত অন্য যাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।সমুদ্রপথে যাত্রী পরিবহনে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।


কালের সমাজ/এসআর

Side banner
Link copied!