ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

সিরাজগঞ্জে পাসপোর্ট করতে এসে রিয়াজুল মোস্তফা নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | ডিসেম্বর ৪, ২০২৫, ০২:৪৭ পিএম সিরাজগঞ্জে পাসপোর্ট করতে এসে রিয়াজুল মোস্তফা নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

বৃহঃ বার (৪ ডিসেম্বর) দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম জানান, “বৃহঃ বার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে রিয়াজ মিয়া পরিচয়ে পাসপোর্ট করতে আসেন এক যুবক। তার আচরণ ও কথায় সন্দেহ হলে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে যুবক স্বীকার করে সে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প থেকে এসেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।”

তিনি আরও জানান, “উল্লাপাড়া উপজেলার পূর্ণিমা গাতী ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার চেষ্টা করে রোহিঙ্গা যুবক। রোহিঙ্গারা যাতে বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করতে না পারে সে ব্যাপারে আঞ্চলিক পাসপোর্ট অফিস সিরাজগঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা সতর্ক রয়েছেন।”

সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, “রোহিঙ্গা যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার নাম রিয়াজুল মোস্তফা। কক্সবাজারের কুতুপালং ৬নং ক্যাম্প থেকে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের পাঠানো হবে।

 

কালের সমাজ/ সাএ

 

Side banner
Link copied!