ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী ৩ জনকে আটক

আশুলিয়া, উপজেলা প্রতিনিধি | অক্টোবর ৯, ২০২৫, ০৫:২৯ পিএম আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী ৩ জনকে আটক

ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ পূর্ব পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী চাঁদাবাজ তিনজনকে আটক করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫ইং) ভোর রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার "জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল" আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় এলাকায় অভিযান পরিচালনা করেন, এ অভিযানে অস্ত্রধারী গ্যাংয়ের ৩ জন সদস্যকে আটক করা হয়।

উক্ত সন্ত্রাসীদের বাসা তল্লাশীকালে একটি অত্যাধুনিক শটগান, চায়না ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র এবং চাঁদাবাজির টাকাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলো-১। মোঃ বিশাল (২০), পিতা: শহিদুল,
২। নাজমুল (২০), পিতা: রইস উদ্দিন,৩। শিপন (২১), পিতা: আহসান হাবিব। এই তিনজনের ঠিকানাঃ ঘোষবাগ, আশুলিয়া, ঢাকা

উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী: একটি শটগান, চাপাতি ১৩ টি, ছুরি ৪টি, তার কাটার ১টি, চাঁদাবাজির টাকা ৩৬,৭৬০ টাকা। অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন ৬টি। আটককৃতদের উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যৌথ বাহিনী ঘটনাস্থল ও আশপাশের এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে সেনাবাহিনী ও থানা পুলিশ জানিয়েছেন। 

 

কালের সমাজ/ হে.শে./সাএ


 

Side banner
Link copied!