রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু`র আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে গোটা রংপুর। বুধবার (৮ অক্টোবর) ঢাকা থেকে রংপুরে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ, আত্মীয়স্বজন সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখেযান।
জানা গেছে, আনিছুর রহমান লাকু আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য বিএনপির রংপুর জেলা সম্মেলনে দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানাতে ঢাকায় গিয়েছিলেন। সেখানে সাংগঠনিক কাজ শেষে রংপুরে ফেরার পথে বগুড়ার শেরপুরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার আকস্মিক মৃত্যুর সংবাদে গোটা রংপুর স্তব্ধ হয়ে শোকের ছায়া নেমে আসে। শোকার্ত মানুষের ঢল আর শোকাবহ পরিবেশে এদিন বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নুরপুর ছোট কবরস্থানে দাফন কার্য সম্পূর্ণ করা হয়।
পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত আনিছুর রহমান লাকু ইতিপূর্বে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ শেখ হাসিনার শাসনামলে মিথ্যা মামলায় ১০ বছরের সাজা নিয়ে দীর্ঘদিন কারাভোগ করেন। তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মামলা ছিল। তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যার উদ্দেশে গুম করে রেখেছিল।
তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, মহানগর স্বেচ্ছাসেবক
দলের সদস্য সচিব নুর হাসান সুমন, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইনামুল হক মাজেদী, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা, মহানগর কৃষক দলের আহ্বায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।
কালের সমাজ/ র.প./ সাএ
আপনার মতামত লিখুন :