ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

বিশিষ্ট ব্যবসায়ী মহসীন খানের ইন্তেকাল

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম | অক্টোবর ১২, ২০২৫, ০৯:০২ পিএম বিশিষ্ট ব্যবসায়ী মহসীন খানের ইন্তেকাল

চট্টগ্রাম নগরীর হালিশহর মুন্সিপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. মহসীন খান (৮৬) শুক্রবার (১০ অক্টোবর রাত ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই কন্যা, দুইপুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

শনিবার বাদ জোহর নগরীর হালিশহর মুন্সিপাড়া ফজর আলী মাতব্বর মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মো. মহসীন খানের মৃত্যুতে চট্টগ্রাম চেম্বার, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র পরিষদ এবং চট্টগ্রাম কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদ, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি, আস্তানায়ে জহির ভান্ডার, মানবিক সংগঠন মুসাফিরের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য মো. মহসীন খান চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন। ব্যবসায়িক জীবনে একজন রপ্তানি কারক হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ ভূমিকা রাখেন। তিনি সল্টগোলাস্হ ইমাম শরীফ ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী মরহুম ইমাম শরীফের জ্যেষ্ঠ পুত্র।

 

কালের সমাজ/এ.জে

Side banner
Link copied!