ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

বাসচাপায় স্কুল শিক্ষক নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, বাগেরহাট | অক্টোবর ৮, ২০২৫, ০৯:০৬ পিএম বাসচাপায় স্কুল শিক্ষক নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আছাদুর রহমান নামের এক শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) সকালে মোরেলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস কচুয়া উপজেলার মোল্লাবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা ওই শিক্ষককে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে বাসটি সড়কের খাদে পড়ে যায়।

ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত শিক্ষককে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিক্ষক নিহত হওয়ার খবর পেয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে এবং বাসটিকে ভাঙচুর করে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় প্রায় দুই ঘণ্টা অবরোধের পর বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিষ্ণেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামে। এক বছর এক মাস আগে এনটিআরসিএ’র মাধ্যমে এই প্রতিষ্ঠানে তার নিয়োগ হয়। তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

দৈবজ্ঞহাটি বিষ্ণেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, “প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছিলেন আছাদুর রহমান। বাসের চাপায় গুরুতর আহত হলে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। কাটাখালি হাইওয়ে থানার র্যাকার খবর দেওয়া হয়েছে। র্যাকার এলে বাসটি খাদ থেকে সরিয়ে থানায় নেওয়া হবে। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। ঘটনার পরপরই বাসের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!