ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ১৪, ২০২৫, ০৪:৫৩ পিএম রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক অস্থিরতার এই সময়ে সকলকে সতর্কতার সঙ্গে এগোতে হবে। তিনি হুঁশিয়ার করে বলেন, রাজনৈতিক ভুলের কারণে যেন দেশ আবারও ফ্যাসিস্টদের কবলে না পড়ে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচন যত দ্রুত হবে, দেশের সংকট তত দ্রুত কাটবে। দেশে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প। আগামী জাতীয় নির্বাচনের ওপরই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে।”

তিনি আরও বলেন, “দানবীয় দুঃশাসনের পরে ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানে একটি গণতন্ত্র ফিরে এসেছে। এই আন্দোলনে অংশ নেওয়া অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। এখন অন্তত আমরা মুক্তভাবে নিশ্বাস নিতে পারছি। নেতাকর্মীরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছেন। যারা এই গণআন্দোলনে অংশ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।

কালের সমাজ/ আ.ট./সাএ

Side banner
Link copied!