ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

ভোটে বাধা দিলে জনগণ চিহ্নিত করবে: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:৫৫ এএম ভোটে বাধা দিলে জনগণ চিহ্নিত করবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “দেশের মানুষ এখন নির্বাচনমুখী। যারা ভোট প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে চাইবে, জনগণ তাদের চিহ্নিত করবে।”

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে বিএনপির অঙ্গসংগঠন ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ধর্ম বা বর্ণভিত্তিক বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয়। বরং সব ধর্ম-বর্ণের মানুষের ঐক্য গড়ে তোলার মধ্য দিয়েই দলটি গণতন্ত্রকে শক্তিশালী করতে চায়। “সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য,” যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত। প্রার্থীরাও মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন। যদি কেউ নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র দেশি-বিদেশি যেই করুক না কেন, জনগণ তা প্রতিহত করবে।”

পিআর (Proportional Representation) পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, “এই পদ্ধতিতে সবসময় ঝুলন্ত সংসদ ও রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়। তাই দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে।”

কালের সমাজ // র.ন

Side banner

রাজনীতি বিভাগের আরো খবর

Link copied!