ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

শরিয়াভিত্তিক ৫ ব্যাংকের প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

অর্থ-বাণিজ্য ডেস্ক | সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৪:২১ পিএম শরিয়াভিত্তিক ৫ ব্যাংকের প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক সংকটে থাকা শরিয়াভিত্তিক পাঁচটি বেসরকারি ব্যাংকের প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ নিয়োগ চূড়ান্ত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী—

  • এক্সিম ব্যাংক পরিচালনায় থাকবেন নির্বাহী পরিচালক মো. শওকাত উল আলম

  • সোশ্যাল ইসলামী ব্যাংক দেখভাল করবেন নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউল আলম দিদার

  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দায়িত্বে থাকবেন নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দীন

  • ইউনিয়ন ব্যাংক প্রশাসক হিসেবে থাকবেন পরিচালক মোহাম্মদ আবুল হাসেম

  • গ্লোবাল ইসলামী ব্যাংক তত্ত্বাবধানে থাকবেন পরিচালক মকসুদুল আলম

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শরিয়াভিত্তিক এই পাঁচটি ব্যাংকে অনিয়ম, দুর্নীতি এবং বিপুল পরিমাণ খেলাপি ঋণের কারণে গ্রাহকের আস্থা সংকট তৈরি হয়। গ্রাহকদের জমাকৃত আমানত ফেরত দিতে না পারায় সৃষ্ট পরিস্থিতিতে একীভূত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়, পাঁচ ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠন করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে প্রতিটি ব্যাংকে প্রশাসক নিয়োগ দেয়া হলো।

প্রাথমিক হিসাব অনুযায়ী, পাঁচ ব্যাংক একীভূত করতে ৩৫ হাজার ২০০ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে ২০ হাজার ২০০ কোটি টাকা সরকার বহন করবে বলে জানা গেছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!