সিরাজগঞ্জে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বক্তারা ঐতিহাসিক জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। একইসঙ্গে ওই ঘটনার আহতদের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান তোলেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, “স্বাধীনতা ও গণতন্ত্রের আন্দোলনের ইতিহাসে জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি কেবল কাগজের দলিল নয়, জাতির গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। তাই এই সনদকে সংবিধানে স্থান দেওয়া সময়ের দাবি।”
তারা আরও বলেন, “যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা, পুনর্বাসন ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। অন্যথায় ইতিহাসের প্রতি অবিচার করা হবে।”
কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ মানববন্ধন শেষে তারা একই দাবিতে স্মারকলিপি পেশ করার ঘোষণা দেন।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :