সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সহজ শর্তে কৃষকদের ঋণ প্রদানের লক্ষ্যে `আইন-শৃঙ্খলা, সন্ত্রাস, নাশকতা ও চোরাচালান বিরোধী টাস্কফোর্স` কমিটির উদ্যোগে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলায় আইন-শৃঙ্খলা, সন্ত্রাস, নাশকতা ও চোরাচালান রোধসহ কৃষকদের জীবনমান উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিগত সময়ে এসব ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সাফলতা ও ব্যর্থতা নিয়েও বিশেষ পর্যালোচনা করা হয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় হিন্দুদের কীভাবে সুরক্ষা প্রদান করা হবে তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেয়া হয় ।
উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে পরিচালিত এ মাসিক সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন কামারখন্দের উপজেলা নির্বাহী অফিসার জনাব বিপাশা হোসেইন,এতে বিশেষ অতিথি ছিলেন কামারখন্দ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাবিবুল্লাহ। এছাড়া আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মতিউল আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা, এনজিওকর্মী ও স্হানীয় সাংবাদিকগন।
এসময় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নানিবিধ প্রস্তাবনা তুলে ধরেন। তারা পুলিশ প্রশাসনকে উপজেলার আইন-শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি স্হানীয় কৃষকদের জীবন মান উন্নয়নে এনজিওগুলোকে আরো সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ দেয়ার প্রস্তাব করেন। এ সময় বাল্যবিবাহ রোধ ও জনসচেতনতা সৃষ্টিতে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য এনজিওসহ উপস্থিত সকলের প্রতি বিশেষ আহ্বান জানান।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :