ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে : সিইসি

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৪:১২ পিএম নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন,  নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন–২০২৫-এ তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় সাড়ে আটশ’ কর্মকর্তা অংশ নেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, “আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হবে। তাই বিশেষ প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশে কাজ করা চ্যালেঞ্জিং—কিছু চ্যালেঞ্জ দৃশ্যমান, আবার কিছু অদৃশ্য। তবে সরকারের আস্থা আমাদের ওপর আছে। তাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।” এসময় তিনি কর্মকর্তাদের শপথ করান যে, তারা কোনো ব্যক্তি বা দলের পক্ষ নেবেন না।

তিনি আরও বলেন, “আমাদের শপথ রক্ষা নির্ভর করছে আপনাদের ভূমিকার ওপর। বিশেষ পরিস্থিতির নির্বাচনে বিশেষ ব্যবস্থাপনায় কাজ করতে হবে।”

একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “আমরা সময়ের এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছি। ভেঙে পড়া নির্বাচনী ব্যবস্থা ও প্রহসনের ভোটই জুলাই অভ্যুত্থানের পেছনের কারণ। তাই ভবিষ্যতে আর কোনো পক্ষপাতমূলক বা প্রহসনের নির্বাচন হবে না। কেউ অনিয়ম করলে তার দায়ভার তাকেই নিতে হবে, কমিশন সে দায় নেবে না।”

এ ছাড়া কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসি সচিব আখতার আহমেদ বক্তব্য রাখেন।

 

 

কালের সমাজ/এ.জে

Side banner
Link copied!