ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‍্যাবের ২৮১ টহল দল মোতায়েন

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৪:৫২ পিএম দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‍্যাবের ২৮১ টহল দল মোতায়েন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সারাদেশে ২৮১টি টহল দল মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সারাদেশে মোট ৩১,৫২৬টি পূজামন্ডপ রয়েছে। পূজা উপলক্ষে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ব্যাটালিয়নগুলো নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন থাকবে।

২৫ সেপ্টেম্বর থেকে রাজধানীতে ৯৪টি টহল দল এবং সারা দেশে ২৮১টি টহল দল পূজা কেন্দ্রিক নিরাপত্তা তদারকি করছে। এছাড়া ব্যাটালিয়নগুলো কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। র‍্যাব সদর দপ্তর সার্বক্ষণিকভাবে কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

র‍্যাব সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা বা নাশকতার কোনও তথ্য থাকলে তা অবিলম্বে জানাতে। এছাড়া আইনশৃঙ্খলা সংক্রান্ত সহযোগিতার জন্য র‍্যাব কন্ট্রোল রুম এবং জেলার দায়িত্বপ্রাপ্ত অফিসারের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্বের মতো এ বছরও উৎসাহ উদ্দীপনার সঙ্গে পূজা উদযাপন হবে এবং র‍্যাব অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

 

কালের সমাজ/এ.জে

Side banner
Link copied!