ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

অঘোষিত ‘সেমিফাইনাল’: আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১২:২০ পিএম অঘোষিত ‘সেমিফাইনাল’: আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরে আজকের ম্যাচটিকে নিঃসন্দেহে বলা যায় অঘোষিত সেমিফাইনাল। কারণ, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে যে দল জিতবে, তারাই ফাইনালে জায়গা নিশ্চিত করবে। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

ইতোমধ্যে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে ভারত। আজকের ম্যাচের জয়ী দল তাদের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে।

টি-টোয়েন্টিতে সাম্প্রতিক পাঁচ ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে তিনটিতে, বাংলাদেশ জয় পেয়েছে দুইটিতে। তবে সর্বশেষ সিরিজে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশই জিতেছিল পাকিস্তানের বিপক্ষে।

ভারতের কাছে ৪১ রানের হারের পর বাংলাদেশের একাদশে পরিবর্তনের আভাস রয়েছে। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। এছাড়া সুযোগ পেতে পারেন শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ।

অন্যদিকে পাকিস্তানও ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামছে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পেসার শাহিন শাহ আফ্রিদি বলেন, “বাংলাদেশ এখন ভালো ক্রিকেট খেলছে। ওদের হারাতে হলে আমাদের নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। সব বিভাগেই মনোযোগ দিতে হবে।”

সুপার ফোরে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারালেও প্রথম ম্যাচে হেরেছিল ভারতের কাছে। বাংলাদেশও শ্রীলঙ্কাকে হারিয়ে অভিযান শুরু করেছিল, তবে ভারতের বিপক্ষে হোঁচট খেয়েছে। আজকের জয়-পরাজয়ই তাই নির্ধারণ করবে কে খেলবে ২৮ সেপ্টেম্বরের ফাইনাল।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!