ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

সিরাজগঞ্জে ছোনগাছা বিএনপি কর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদান

কালের সমাজ নুর আলম শেখ, কাজীপুর প্রতিনিধি সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৫:৪৫ পিএম সিরাজগঞ্জে ছোনগাছা বিএনপি কর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদান

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে বিএনপির বেশ কয়েকজন কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গত ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) ছোনগাছা ইউনিয়নের ১নং ওয়ার্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে এ যোগদান সম্পন্ন হয়।

বিএনপির সাবেক ইউনিয়ন কর্মী মাসুদ রানা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর কার্যক্রম পর্যবেক্ষণ করেছি। তাদের আমল-আখলাক, চরিত্র, নীতি-নৈতিকতা অন্য কোনো সংগঠনের সাথে তুলনাহীন। সত্য ও ন্যায়ের পথে থাকার দৃঢ় প্রতিশ্রুতি নিয়েই আমরা সহযোগী ফরম পূরণের মাধ্যমে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।”

উল্লেখ্য, মাসুদ রানা বিএনপির ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ছিলেন এবং গত স্থানীয় নির্বাচনে ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার নেতৃত্বে আরও কয়েকজন বিএনপি কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর থানা শাখার সেক্রেটারি মাওলানা মো. মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন সদর থানা এইচআরডি সম্পাদক মাওলানা মো. শাফিউল ইসলাম শাফি, ছোনগাছা ইউনিয়ন আমির ডা. মাওলানা মো. নজরুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো. বাদশা আলম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. নুর আলম শেখ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আল্লাহ যদি কবুল করেন, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। বাংলাদেশ পরিচালিত হবে ন্যায়নীতি ও ইনসাফের ভিত্তিতে।”

 

কালের সমাজ/ নু.আ./সাএ

 

Side banner
Link copied!