ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

শিবচরে রাকিব হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

কালের সমাজ ইমরান হালওদার মাদারীপুর প্রতিনিধি সেপ্টেম্বর ২০, ২০২৫, ০২:৩৩ পিএম শিবচরে রাকিব হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

মাদারীপুরের শিবচর উপজেলায় আলোচিত রাকিব মাদবর হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮, র‍্যাব-১০ ও র‍্যাব-১১ এর যৌথ বাহিনী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কেরানিগঞ্জ ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে শিবচরের পৌর এলাকায় প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় রাকিব মাদবরকে। এ ঘটনায় নিহতের চাচি পারুল আক্তার বাদী হয়ে ২২ জনকে এজাহারনামীয় আসামি এবং ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে র‍্যাব এর যৌথ অভিজান পরিচালনা করে দুজনকে পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—শিবচর চরস্যামাইল এলাকার খালেক সরদারের ছেলে রানা সরদার (৩২) ও শিবচর কেরানিবাট এলাকার হারুন সরদারের ছেলে সিয়াম সরদার (২২)।

র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মামলা মূলে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৮।

 

কালের সমাজ/  ই.হ./ সাএ
 

Side banner
Link copied!