ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছেন এখন টেলিভিশনের রিপোর্টার মো. বাইজীদ হোসেন সা’দ। স্বাস্থ্য বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য তিনি এই সম্মাননা পান।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মালিবাগের স্কাই সিটির ব্যাংকোয়েট হলে মানবাধিকার বাস্তবায়ন সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়ার আয়োজিত অনুষ্ঠানে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
বাইজীদ সা’দ ‘ঘণ্টার পর ঘণ্টা দেরি করে আসছেন ডাক্তার: সুস্থ হতে এসে হাসপাতালে আরো অসুস্থ হচ্ছেন রোগী’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এ অ্যাওয়ার্ড অর্জন করেন। তিনি বর্তমানে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে শোবিজ, সংস্কৃতি, মিডিয়া ও সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য, আইসিটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং নারী উদ্যোক্তাসহ মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপনকারীদের স্বীকৃতি জানাতে মোট ২০টি ক্যাটাগরিতে ৫০ জনকে ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়।
উল্লেখ্য, এর আগে বাইজীদ হোসেন সা’দ কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করেছিলেন।
কালেরর সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :