ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

কয়রায় যুবদল নেতা আজহারুলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালের সমাজ কয়রা (খুলনা) প্রতিনিধি: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৩:৩৮ পিএম কয়রায় যুবদল নেতা আজহারুলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কয়রা সদর ইউনিয়ন যুবদল নেতা মো. আজহারুল ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কয়রা সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে কয়রা সদরের তিন রাস্তার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আহাদুর রহমান লিটন।

সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক মো. আমিরুল ইসলাম, নুরুজ্জামান খোকা, যুবদল নেতা আকবর হোসেন, মো. ইব্রাহিম, মো. নুর হোসেন, আজহারুল ইসলাম, আবুল খায়ের, আ. হাকিম, টুকুল হোসেন, নাসির উল্যাহ, ইসমাইল হোসেন, শরিফুল ইসলাম, আবুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিতে হবে। তা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

 

কালের সমাজ/ লি.মি./ সাএ

Side banner
Link copied!