উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আবারও লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে লঘুচাপটি তৈরি হতে পারে।
শনিবার সকালে দেওয়া পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ গিয়ে যুক্ত হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর অপেক্ষাকৃত দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। এর প্রভাবেই আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :