মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আরিয়াল খা নদীর পশ্চিম পাড়ে ২নং ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দিন মাস্টারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
জানা গেছে, গতরাতে অজ্ঞাতনামা ডাকাত দল বাড়ির গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। ওই সময় বাড়িতে কেউ না থাকায় আরও চারটি তালা ভেঙে ঘরে ঢুকে হজের জন্য জমানো নগদ সাত লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায় তারা।
বাড়ির মালিক নাজিম উদ্দিন মাস্টার জানান, "আমি রাতে বাড়িতে ছিলাম না। এই সুযোগে ডাকাত দল ঢুকে সবকিছু নিয়ে গেছে।"
ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে শিবচর থানা পুলিশ তদন্ত শুরু করেছে।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :