ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে শর্ত হয়রানির আশঙ্কা: ড. ইফতেখারুজ্জামান

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৫:৪৪ পিএম ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে শর্ত হয়রানির আশঙ্কা: ড. ইফতেখারুজ্জামান

ভোটকেন্দ্রে প্রবেশের আগে সাংবাদিকদের প্রিসাইডিং অফিসারকে অবহিত করার বাধ্যবাধকতা হয়রানির হাতিয়ার হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের নির্বাচনী সংবাদ প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।” তিনি আরও জানান, আইন ও নীতিমালায় কিছু পরিবর্তন আনা হলেও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়িত হয়নি। বিশেষ করে সাংবাদিকদের প্রবেশে আরোপিত শর্ত গণমাধ্যমকর্মীদের জন্য ঝুঁকি তৈরি করছে।

তিনি অভিযোগ করেন, প্রশাসনে বর্তমানে তিন ধরনের শক্তি সক্রিয়—একদলীয় প্রভাবশালী গোষ্ঠী, প্রতিস্থাপিত গোষ্ঠী এবং নিরপেক্ষ থাকতে চাওয়া একটি ছোট অংশ। আসন্ন জাতীয় নির্বাচন এই টানাপোড়েনের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নষ্ট হয়েছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৩ জুলাই নির্বাচন কমিশন গণমাধ্যম নীতিমালা জারি করে। এ নীতিমালার কয়েকটি বিতর্কিত ধারা আগের সরকারের সময় সাংবাদিকদের নিয়ন্ত্রণের জন্য যুক্ত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সমালোচিত ওই ধারাগুলোর বেশ কয়েকটি বর্তমান কমিশনও বহাল রেখেছে।

কালের সমাজ // র.ন

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!