মাদারীপুরের শিবচর উপজেলার সদর রোডে ইউসিবি ব্যাংকের সামনে পূর্ব শত্রুতার জেরে রাকিব (২২) নামে এক যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিনের পারিবারিক ও ব্যক্তিগত বিরোধ থেকেই এই হামলা ঘটে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাকিবের ওপর অতর্কিত হামলা চালায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে শিবচর থানা পুলিশ।
কালের সমাজ/ শি.প./ সাএ
আপনার মতামত লিখুন :