বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় দলটি নিজেদের আধুনিকায়ন করেছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতিসহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতেই বিএনপির নীতিমালা গড়ে উঠেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটারের আস্থা অর্জনই বিএনপির প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা হচ্ছে। ইতোমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে সাত হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদ হারিয়েছেন, আবার অনেকে বহিষ্কৃত হয়েছেন।
তারেক রহমানের দাবি, শৃঙ্খলা বিএনপির দুর্বলতা নয়, বরং এটিই দলের শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই প্রমাণ হয়েছে, বিএনপি সততা ও জবাবদিহিতায় আন্তরিক।
তিনি আরও বলেন, “আমরা তরুণ প্রজন্মের আস্থা পুনর্গঠনে কাজ করছি। তরুণরা রাজনীতিকে ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না; তারা চায় সবার অংশগ্রহণে গড়ে ওঠা মহৎ একটি ক্ষেত্র।”
বিএনপির এই নেতা জানান, অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে দলে নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। তিনি দলের লক্ষ্য হিসেবে সেবা, ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক হওয়ার কথা উল্লেখ করেন।
নিজেদের ঐতিহ্যের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আপসহীন ছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান বিএনপি একটি শৃঙ্খলাবদ্ধ, ভবিষ্যতমুখী ও আধুনিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। তাহলেই গণতন্ত্রের পথ আরও উজ্জ্বল হবে।”
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :