আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালুসহ কয়েক দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলগুলো।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে। দলগুলোর অবস্থান হবে প্রধানত বায়তুল মোকাররম মসজিদ এলাকা, জাতীয় প্রেসক্লাব ও আশপাশের সড়কে।
কোন দল কোথায়
জামায়াতে ইসলামী: বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ শেষে মিছিল করবে। নেতৃবৃন্দের মধ্যে থাকবেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মিছিল শাহবাগ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ: জোহরের নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল করবে। এতে নেতৃত্ব দেবেন জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
বাংলাদেশ খেলাফত মজলিস: আসরের পর বায়তুল মোকাররমের উত্তর ফটকে সমাবেশ করবে। নেতৃত্ব দেবেন আমির মাওলানা মামুনুল হক।
খেলাফত মজলিস: বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মহাসচিব আহমদ আবদুল কাদের।
বাংলাদেশ খেলাফত আন্দোলন: একই সময়ে একই স্থানে মিছিল করবে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি: বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে কর্মসূচি।
জাগপা: বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।
যদিও দাবি-পত্রে দলভেদে পার্থক্য আছে (পাঁচ থেকে সাত দফা), তবে মূল বিষয়গুলো প্রায় একই—জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও তার ভিত্তিতে নির্বাচন আয়োজন, জাতীয় সংসদে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিতকরণ, পূর্ববর্তী সরকারের দমন-পীড়ন, গণহত্যা ও দুর্নীতির বিচার, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ ।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :