ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইনস্টিটিউটে ভর্তি

কালের সমাজ | চট্টগ্রাম প্রতিনিধি সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১০:১৬ এএম চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইনস্টিটিউটে ভর্তি

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চার শ্রমিককে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে তাদের উদ্ধার করে ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধ শ্রমিকরা হলেন— মাহবুবুর রহমান (৪৫), ইদ্রিস আলী (২৭), রিয়াজ উদ্দিন (২০) ও ইউসুফ আলী (৩২)। চারজনই চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বলতলী গ্রামের বাসিন্দা।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার সকালে সাতকানিয়ার একটি গুদামে গ্যাস সিলিন্ডার স্থানান্তরের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তারা গুরুতরভাবে দগ্ধ হন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, চার শ্রমিকের শরীরের গুরুতর অংশ দগ্ধ হয়েছে এবং তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!