ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা ছাড়াল ৬৫ হাজার

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১০:১২ এএম গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা ছাড়াল ৬৫ হাজার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও অন্তত ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে প্রায় দুই বছরের সংঘাতে প্রাণহানির সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ। খবর আনাদোলুর।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালগুলোতে ৯৮ জনের মৃতদেহ ও ৩৮৫ জন আহতকে আনা হয়েছে। তবে ধ্বংসস্তূপে আটকা পড়া অনেকে এখনো উদ্ধারের অপেক্ষায় থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার খাদ্য ও সহায়তা নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে সাতজন নিহত এবং অন্তত ৮৭ জন আহত হন। এ নিয়ে ত্রাণ সংগ্রহকালে প্রাণহানি দাঁড়াল ২ হাজার ৫০৪ জন এবং আহত ১৮ হাজার ৩৪৮ জনে।

গত ২ মার্চ থেকে ইসরায়েল খাদ্য ও ত্রাণ প্রবেশ সীমিত করায় গাজায় তীব্র খাদ্যাভাব ও অপুষ্টি দেখা দিয়েছে। বুধবারই অপুষ্টিজনিত কারণে চারজনের মৃত্যু হয়েছে। প্রায় দুই বছরে ক্ষুধা ও অপুষ্টির কারণে ৪৩২ জন মারা গেছেন, যাদের মধ্যে ১৪৬ জন শিশু।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।

তবুও অব্যাহত রয়েছে হামলা, আর বিশ্বজুড়ে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জোরালো হচ্ছে।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!