নেপালে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়ায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতায় এসেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও দলটির সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তে সম্মত হন।
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলার ‘চিকেনস নেক’ এলাকায় নেপালের সঙ্গে প্রায় ১০০ কিলোমিটার স্থলসীমান্ত রয়েছে। নেপালের অভ্যুত্থান পরিস্থিতি এ সীমান্তে অনুপ্রবেশের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি নকশালপন্থি রাজনৈতিক প্রভাব বিস্তারের আশঙ্কাও দেখা দিয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গ সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় কলকাতায় তার সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “জাতীয় নিরাপত্তা ও স্বার্থের প্রশ্নে তৃণমূল এবং বিজেপির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এ বিষয়ে আমরা এক।”
বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথমত, ভারত-নেপাল সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পাশাপাশি আধাসামরিক বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি) মোতায়েন থাকবে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে গোয়েন্দা তথ্য আদানপ্রদান আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, ভারতের রাজনীতিতে বিজেপি ও তৃণমূল দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রভাব বিস্তারে দুই দলের সংঘাত তীব্র। তবে নেপালের পরিস্থিতি ঘিরে তৈরি হওয়া জাতীয় নিরাপত্তা সংকটে তারা সমঝোতার পথে হাঁটলো।
সূত্র: এনডিটিভি
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :