১৭টি বিয়ে করার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল বিভাগের বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাময়িক বরখাস্তের পর তাকে রংপুর বিভাগে সংযুক্ত করা হয়। কিন্তু রাতের অন্ধকারে বরিশাল ত্যাগের চেষ্টা করলে স্থানীয় কয়েকজন ঠিকাদার তাকে আটকে দেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ এসে কবির হোসেনকে হেফাজতে নেয়।
স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, কবির হোসেন বিভিন্ন সময় তাদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা ধার নিয়েছেন। পাওনা শোধ না করেই তিনি পালিয়ে যাচ্ছিলেন।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগগুলো খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :