ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারি কল্যাণ ফেডারেশনের নব-নির্বাচিত সভাপতি শফিকুর রহমান রিংকু হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রিংকু কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে এবং মোবারকগঞ্জ চিনিকলের একজন সক্রিয় শ্রমিক ছিলেন। দুপুরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে তিনি মারা যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ. ন. ম জোবায়েরসহ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ।
কালের সমাজ // র.ন


আপনার মতামত লিখুন :