এশিয়া কাপের ‘বি’ গ্রুপে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশের সুপার ফোরে ওঠার সমীকরণ। লঙ্কানদের জয়েই বাঁচতে পারে লিটন দাসের দলের স্বপ্ন।
দুই ম্যাচে টানা জয় নিয়ে ইতোমধ্যেই শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে আসালাঙ্কারা। অন্যদিকে, আফগানিস্তানের জন্য এটি বাঁচা-মরার লড়াই। সুপার ফোরে জায়গা করে নিতে হলে অবশ্যই জয় পেতে হবে লঙ্কানদের বিপক্ষে। নেট রানরেটে এগিয়ে থাকলেও কাজটা সহজ নয় রশিদ-নবীদের জন্য।
বাংলাদেশ তিন ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে। তবে হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় এবং লঙ্কানদের কাছে হারের প্রভাব পড়েছে নেট রানরেটে। বর্তমানে বাংলাদেশের রানরেট -০.২৭০, যেখানে আফগানিস্তানের +২.১৫০ এবং শ্রীলঙ্কার +১.৫৪৬। ফলে আফগানরা যদি অল্প ব্যবধানেই জেতে, তবে শেষ হয়ে যাবে বাংলাদেশের সুপার ফোরের আশা।
উল্লেখ্য, টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৮ বার মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এর মধ্যে ৫ বার জয় পেয়েছে লঙ্কানরা, আর ৩ বার জয় এসেছে আফগানদের ঘরে। এই পরিসংখ্যানই আশাবাদী করছে বাংলাদেশকে। তাই তামিম-সাকিবরা এখন তাকিয়ে আছেন শ্রীলঙ্কার দিকেই।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :