বাসা বরাদ্দে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগে সরকারি আবাসন পরিদফতরের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন—সহকারী পরিচালক বিলাল হোসাইন এবং সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সরকারি আবাসন পরিদফতর পৃথক প্রজ্ঞাপন ও আদেশ জারি করে এ সিদ্ধান্ত নেয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী পরিচালক বিলাল হোসাইনের বিরুদ্ধে গ্রেড ও বেসিক বিবেচনা না করে বাসা বরাদ্দে সুপারিশ, আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি এবং বরাদ্দ সংক্রান্ত সভায় দায়িত্ব পালনে অনিয়মের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্তাধীন থাকায় এবং তিনি দায়িত্বে বহাল থাকলে তদন্তকার্যে প্রভাব বিস্তার ও পুনরায় অনিয়মে জড়ানোর আশঙ্কা থাকায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর আওতায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে সিন্ডিকেট গড়ে বাসা বরাদ্দপ্রার্থীদের কাছ থেকে ঘুষ দাবি করতেন। অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন এবং স্পর্শকাতর হওয়ায় তাকেও একই বিধিমালার অধীনে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উভয় কর্মকর্তা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। বরখাস্তের এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :