গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানিয়ে জরুরি বার্তা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫২ মিনিটে নুরের অফিসিয়াল পেজ থেকে বার্তাটি জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়, হাসপাতাল থেকে ছাড়া পেলেও নুর এখনো পুরোপুরি সুস্থ নন। মাথা, নাক ও মুখমণ্ডলে গুরুতর আঘাতের কারণে চিকিৎসকরা তাকে ৪-৬ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। নাক ও চোয়ালের আঘাতের কারণে শক্ত খাবার খাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে এবং চোয়াল কম নাড়িয়ে কম কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ায় নুর ইতোমধ্যেই মনের জোরে কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং কথা বলার চেষ্টা করেছেন। বার্তায় অনুরোধ করা হয়েছে, আপাতত তার সঙ্গে সকল ধরনের সাক্ষাৎ ও কথোপকথন বন্ধ রাখার জন্য। সবাই যেন তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
এর আগে ১৮ দিন হাসপাতালে থাকার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) নুরকে ছাড়পত্র দেওয়া হয়। তিনি রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল ছাড়ার সময় নুর জানান, “আমি এখনো পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় বিশ্রাম নেব এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী অন্য হাসপাতালে চিকিৎসা নেব।”
ভোরের আকাশ // হ.র
আপনার মতামত লিখুন :