আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার র্যাব সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, “এখনো পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়নি। ঢাকাসহ দেশের প্রতিটি পূজামণ্ডপে প্রস্তুতির কাজ চলছে। এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ নানা মিথ্যা তথ্য প্রচার করছে। এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”
তিনি জানান, বর্তমানে দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। দু-একটি জায়গায় ছোটখাটো ঘটনা ঘটলেও সেগুলো অসাবধানতাবশত হতে পারে। তবে প্রতিটি মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং দ্রুত আনসার সদস্য মোতায়েন করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “গতকাল পঞ্চগড়ে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে প্রতিবেশী দেশ বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছে। তাই সাংবাদিকদের অনুরোধ করব, এসব অপপ্রচারের বিরুদ্ধে সত্য তথ্য তুলে ধরতে হবে। একই সঙ্গে পূজামণ্ডপ কমিটিকেও সচেতন থাকতে হবে।”
র্যাবের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, আগের তুলনায় এখন র্যাবের কার্যক্রম নিয়ে সবাই প্রশংসা করছে। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধারসহ নানা ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য সাফল্য দেখাচ্ছে।
অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পুনর্নিয়োগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি নিয়ম মেনেই করা হচ্ছে এবং এ ধরনের নিয়ম অতীতেও ছিল।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :